ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)ঃ খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে)ঃ
** গর্ভবতী সেবা (কমপক্ষে ০৪ বার)। ** পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ।
** গর্ভোত্তর সেবা (কমপক্ষে ০৩ বার)। ** খাবার বড়ি।
** এম,আর সেবা। ** জন্মনিরোধক ইনজেকশন।
** নবজাতকের সেবা। ** আইইউডি/কপারটি।
** ০৫ বৎসরের কম বয়সী শিশুদের সেবা। ** ইমপ্ল্যান্ট।
** ইপিআই সেবা। ** ভ্যাসেকটমি/এনএসভি (স্থায়ী পদ্ধতি)।
** ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল বিতরণ। ** টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি)।
** পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা।
গ) সরকার কতৃক নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবাঃ
** কনডম ০১ (এক) ডজন ১ টাকা ২০ পয়সা।
ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধাদি দিয়ে থাকেঃ
** আইইউডি/কপারটি এর ক্ষেত্রে ১ম বার প্রদেয় ১৫০/- টাকা
১ম+২য়+৩য় ফলোআপ বাবদ প্রদেয় (৮০+৮০+৮০) ২৪০/- টাকা
সর্বমোট = ৩৯০/- টাকা।
**ইমপ্ল্যান্টএর ক্ষেত্রে ১ম বার প্রদেয় ১৫০/- টাকা
১ম+২য়+৩য় ফলোআপ বাবদ প্রদেয় (৭০+৭০+৭০) ২১০/- টাকা
সর্বমোট = ৩৬০/- টাকা।
**স্থায়ী পদ্ধতিঃ(প্রতি রবিবার ও মঙ্গলবার স্থায়ী কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে)
পুরুষের ক্ষেত্রেঃমজুরী ক্ষতি, খাদ্য ও যাতায়াত ভাতা এবং সেলাই কাটা বাবদ = ২,০০০/- একটি লুঙ্গি এবং প্রয়োজনীয় ঔষধ পত্রাদি।
মহিলার ক্ষেত্রেঃমজুরী ক্ষতি, খাদ্য ও যাতায়াত ভাতা এবং সেলাই কাটা বাবদ = ২,০০০/- একটি শাড়ি এবং প্রয়োজনীয় ঔষধ পত্রাদি।
ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে)ঃ
** সাধারন রোগীর সেবা
** বয়ঃসন্ধিকালীন সেবা
** কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষামূলক সেবা (১০-১৬ বৎসর)।
চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন।