Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

“মনিটরিং দি সিচুয়েশন অফ ভাইটাল ষ্ট্যাটিসটিকস অফ বাংলাদেশ”প্রকল্পের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও জনসংখ্যা পরবর্তী অবস্থা নিরুপনের জন্য প্রতি ১০ (দশ) বৎসর অন্তর আদমশুমারি পরিচালনা করা হয়। কিন্তু একটি দেশের জনসংখ্যা আদমশুমারির মাধ্যমে নিরুপন করা যেমন ব্যয় সাপেক্ষ, তেমনি জটিল। এম,এস,ভি,এস কার্যক্রম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি নিয়মিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে শিশু মৃত্যুহার,মাতৃ মৃত্যুহার,স্থুল জন্মহার,মৃত্যুহার এবং প্রত্যাশিত আয়ুস্কাল সম্পর্কিত সাম্প্রতিক এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে বাৎসরিক ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রনয়ণের জন্য সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া অভিগমন সংক্রান্ত তথ্য এ দেশের দারিদ্র বিমোচনের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রয়েছে। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ কর্তৃক শিশু মৃত্যুহার হ্রাসের স্বীকৃতি স্বরুপ জাতিসংঘ পুরুস্কারে ভূষিত হয়ে বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছেন যার অবদান এ সার্ভের সঠিক তথ্য ও বিশ্লেষণ।