১. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিচবার কল্যাণ কেন্দ্র (মানোন্নীত)
(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)
* গর্ভবতী সেবা
* স্বাভাবিক প্রসব সেবা
* গর্ভোত্তর সেবা
* এম, আর সেবা
* নবজাতকের সেবা
* ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা
* প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা
* ই,পি,আই সেবা
* ভিটামিন এ ক্যাপসুল বিতরণ
(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)
* পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান
* খাবার বড়ি
* জন্মনিরোধক ইনজেকশন
* আই ইউ ডি/কপারটি
* ভ্যাসেকটমী/এনএসভি (স্থায়ি পদ্ধতি)
* টিউবেকটমী (স্থায়ি পদ্ধতি)
* পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা
(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা
* কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা
(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে
* আই ইউ ডি/ কপারটি ক্লায়েন্টের ক্ষেত্রে = ৩৯০/- টাকা (১৫০+৮০+৮০+৮০)
* নরপ্ল্যান্ট বা ইমপ্লান্ট ক্লায়েন্টের ক্ষেত্রে = মোট ৩৬০/- টাকা (১৫০+৭০+৭০+৭০)
* স্থায়ি পদ্ধতি (পুরুষ) ক্ষেত্রে = ২০০০/- টাকা ও একটি লুঙ্গী
* স্থায়ি পদ্ধতি (মহিলা) ক্ষেত্রে = ২০০০/- টাকা ও একটি শাড়ী
(ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
* সাধারণ রোগীর সেবা
* বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)
* স্বাস্থ্য শিক্ষামূলক সেবা
(চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার)
(ছ) এ ছাড়াও নির্ধারিত কেন্দ্রে বেসিক জরুরী প্রসূতি সেবা/সমন্বিত জরুরী প্রসূতি সেবা প্রদান করা হয়ে থাকে।
২. ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (ইউনিয়ন পর্যায়)
(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)
* গর্ভবতী সেবা
* স্বাভাবিক প্রসব সেবা
* গর্ভোত্তর সেবা
* এম, আর সেবা
* নবজাতকের সেবা
* ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা
* প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা
* ই,পি,আই সেবা
* ভিটামিন এ ক্যাপসুল বিতরণ
(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)
* পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান
* খাবার বড়ি
* জন্মনিরোধক ইনজেকশন
* আই ইউ ডি/কপারটি
* ভ্যাসেকটমী/এনএসভি (স্থায়ি পদ্ধতি)
* টিউবেকটমী (স্থায়ি পদ্ধতি)
* পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা
(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা
* কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা
(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে
* আই ইউ ডি/ কপারটি ক্লায়েন্টের ক্ষেত্রে = ৩৯০/- টাকা (১৫০+৮০+৮০+৮০)
* নরপ্ল্যান্ট বা ইমপ্লান্ট ক্লায়েন্টেরক্ষেত্রে = মোট ৩৬০/- টাকা (১৫০+৭০+৭০+৭০)
* স্থায়ি পদ্ধতি (পুরুষ) ক্ষেত্রে = ২০০০/- টাকা ও একটি লুঙ্গী
* স্থায়ি পদ্ধতি (মহিলা) ক্ষেত্রে = ২০০০/- টাকা ও একটি শাড়ী
(ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
* সাধারণ রোগীর সেবা
* বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)
* স্বাস্থ্য শিক্ষামূলক সেবা
(চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার)
৩. স্যাটেলাইট ক্লিনিক (ওয়ার্ড পর্যায়)
(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
* গর্ভবতী সেবা
* গর্ভোত্তর সেবা
* ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা
* প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা
* ই,পি,আই সেবা’
* ভিটামিন এ ক্যাপসুল বিতরণ
* স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক শিক্ষামূলক সেবা
(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)
* খাবাড় বড়ি
* জন্মনিরোধক সামগ্রী (ইনজেকটেবলস)
(গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা
* কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা
৪. বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে প্রদত্ত সেবা (পরিচার কল্যাণ সহকারি কর্তৃক)
(ক) বিনামূল্যে প্রদত্ত সেবা
# পরিবার পরিকল্পনা বিষয়ে সক্ষম দম্পতিদের উদ্বুদ্ধকরণ
#খাবাড় বড়ি বিতরণ
# ইনজেকশন প্রদান (২য় ও তৎপরবর্তী ডোজ)
# আই ইউ ডি ভ্যাসেকটমী/এনএসভি (স্থায়ি পদ্ধতি)- পুরুষ ও টিউবেকটমী (স্থায়ি পদ্ধতি)- মহিলা গ্রহিতার প্রাথমিক বাছাই করণ ও সেবা কেন্দ্রে আনয়ন
# ঝুকিপূর্ণ গর্ভবতী মা সনাক্তকরণ ও যথাযথ সেবা কেন্দ্র প্রেরণ
৫. সি এস বি এ কর্তৃক প্রদত্ত সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা)
# বাড়িতে স্বাভাবিক প্রসব সেবা
# নবজাতকের সেবা
# জটিল রোগী সনাক্তকরণ ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরণ
** গর্ভোত্তর সেবা (কমপক্ষে ০৩ বার)। ** খাবার বড়ি।
** এম,আর সেবা। ** জন্মনিরোধক ইনজেকশন।
** নবজাতকের সেবা। ** আইইউডি/কপারটি।
** ০৫ বৎসরের কম বয়সী শিশুদের সেবা। ** ইমপ্ল্যান্ট।
** ইপিআই সেবা। ** ভ্যাসেকটমি/এনএসভি (স্থায়ী পদ্ধতি)।
** ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল বিতরণ। ** টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি)।
** পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা।
গ) সরকার কতৃক নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবাঃ
** কনডম ০১ (এক) ডজন ১ টাকা ২০ পয়সা।
ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধাদি দিয়ে থাকেঃ
** আইইউডি/কপারটি এর ক্ষেত্রে ১ম বার প্রদেয় ১৫০/- টাকা
১ম+২য়+৩য় ফলোআপ বাবদ প্রদেয় (৮০+৮০+৮০) ২৪০/- টাকা
সর্বমোট = ৩৯০/- টাকা।
**ইমপ্ল্যান্টএর ক্ষেত্রে ১ম বার প্রদেয় ১৫০/- টাকা
১ম+২য়+৩য় ফলোআপ বাবদ প্রদেয় (৭০+৭০+৭০) ২১০/- টাকা
সর্বমোট = ৩৬০/- টাকা।
**স্থায়ী পদ্ধতিঃ(প্রতি রবিবার ও মঙ্গলবার স্থায়ী কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে)
পুরুষের ক্ষেত্রেঃমজুরী ক্ষতি, খাদ্য ও যাতায়াত ভাতা এবং সেলাই কাটা বাবদ = ২,০০০/- একটি লুঙ্গি এবং প্রয়োজনীয় ঔষধ পত্রাদি।
মহিলার ক্ষেত্রেঃমজুরী ক্ষতি, খাদ্য ও যাতায়াত ভাতা এবং সেলাই কাটা বাবদ = ২,০০০/- একটি শাড়ি এবং প্রয়োজনীয় ঔষধ পত্রাদি।
ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে)ঃ
** সাধারন রোগীর সেবা
** বয়ঃসন্ধিকালীন সেবা
** কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষামূলক সেবা (১০-১৬ বৎসর)।
চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন।
অস্থায়ী পদ্ধতিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং বাড়ীতে বাড়ীতে গিয়ে খাবার বড়ি, কনডম ও জন্ম বিরতীকরণ ইনজেকশন সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকারী ব্যক্তিঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী গণ উক্ত সেবা প্রদান করে থাকে। সেবা প্রদানের সময়ঃ সপ্তাহের ৬ দিন সকাল ৯.০০ হতে ৫.০০ পর্যন্ত। ২। দীর্ঘ মেয়াদী পদ্ধতিঃ প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইইউডি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমপ্ল্যান্ট সেবা প্রদান করা হয়। সেবা প্রদান কারী ব্যক্তিঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা আইইউডি ও মেডিকেল অফিসার এমসিএইচএফপি ইমপ্ল্যান্ট সেবা প্রদান করে থাকেন। সময়ঃ আইইউডি প্রতিদিন ও ইমপ্ল্যান্ট সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৮.০০ হতে বিকেল ২.৩০ পর্যন্ত সেবা প্রদান করা হয়। ৩। স্থায়ী পদ্ধতিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে পুরুষ ও মহিলা বন্ধ্যাকরণ অপারেশন সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকারী ব্যক্তিঃ মেডিকেল অফিসার এমসিএইচএফপি।সেবা প্রদানের সময়ঃ সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৮.০০ হতে বিকেল ২.৩০ পর্যন্ত সেবা প্রদান করা হয়। ৪। সাধারণ রুগীঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সাধারণ রুগী সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকারী ব্যক্তিঃ মেডিকেল অফিসার এমসিএইচএফপি ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সেবা প্রদানের সময়ঃ শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত। উল্লেখ্য উল্লেখিত সেবা সমূহ বিনে মূল্যে প্রদান করা হয়। শুধুমাত্র কনডমের ক্ষেত্রে প্রতি পিস কনডমের মূল্য ১০ পয়সা করে সরকার নিয়ে থাকে।