Wellcome to National Portal
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

 

ঘটনাপুঞ্জ

      বাংলাদেশ দক্ষিন এশিয়ার একটি ছোট্ট জনবহুল দেশ। বর্তমান জনসংখ্যা ১৫ কোটি ৭৯ লাখ(বিবিএস-২০১১) অথচ ১৬৫০ সালে ভূখন্ডে মাত্র ১কোটি লোকের বসবাস ছিল। ২০০বছর পর ১৮৫০সালে সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পেয়ে হয় কোটি তারপর ৯১ বছর পর ১৯৪১সালে জনসংখ্যা হয় কোটি ১৯ লাখ। কিন্তু এরপর মাত্র ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুনের বেশী বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কোটি ৯৯ লাখ ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে  মাত্র ৪০ বছর পরে জনসংখ্যা আবারো দ্বিগুন বৃদ্ধি পেয়েছে বর্তমান হারে(.৩৪জনসংখ্যা বৃদ্ধি পেলে অগামী ৫০ বছরের মধ্যে দেশের জনসংখ্যা বর্তমানের দ্বিগুন হবে জনসংখ্যার অপরিমিত বৃদ্ধি অর্থনৈতিকসামাজিক পরিবেশগত বিপর্যয় বৃদ্ধি করবে এজন্য সকলের চাহিদামাফিক পরিবার পরিকল্পনা তথ্য সেবা নিশ্চিত করতে হবে

      পঞ্চাশ দশকের প্রথমার্ধে শুরু হওয়া বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মর্সূচী বেশ কয়েকটি পর্যায় অতিক্রম করেছে ১৯৫৩ সালে কয়েকজন সমাজকর্মী চিকিৎসক দ্বারা সূচীত কার্যক্রম এখন বিরাট ব্যাপ্তি লাভ করেছে ১৯৬৫ সাল থেকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমের আর্বিভাব হয় জনসংখ্যা বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হিসাবে স্বীকৃত হবার পর সমস্যা সমাধানে বাংলাদেশ অদ্যবধি অর্জিত সাফল্য সারা বিশ্বে বিশেষভাবে প্রশংসিত হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল কর্মসূচীতে এখন বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের একটি অন্যতম অনুসঙ্গ হিসাবে গন্য করা হয়

বাংলাদেশের পরিবার পরিকল্পনার কর্মসূচীর কয়েকটি পর্যায় :                                                                     

পর্যায়-:১৯৫৩-৫৯ স্বেচ্ছাসেবী পর্যায়।

পর্যায়-:১৯৬০-৬৪ সরকারি উদ্যেগে ক্লিনিকভিত্তিক কার্যক্রম।

পর্যায়-:১৯৬৫-৭০ মাঠ পযায়ে সরকারী পরিবার পরিকল্পনা কার্যক্রম।

পর্যায়-:১৯৭২-৭৪ সমন্বিত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মসূচী।

পর্যায়-:১৯৭৫-৮০ মা শিশু স্বাস্থ্যভিত্তিক বহুমুখী পরিবার পরিকল্পনা কার্যক্রম।

পর্যায়-:১৯৮০-৮৫ মাঠ পর্যায়ে একীভূত কার্যক্রম।

পর্যায়-:১৯৮৫-৯০ জনগোষ্ঠীর অংশগ্রহণে পরিবার পরিকল্পনা কার্যক্রম।

পর্যায়-:১৯৯০-৯৫ নিবিড় সেবাদান পরিবার পরিকল্পনা কার্যক্রম।

পর্যায়-:১৯৯৫-১৯৯৮ পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা কার্যক্রমের প্রস্তুতিকাল।

পর্যায়-১০:১৯৯৮-২০০৩ স্বাস্থ্য জনসংখ্যা সেক্টর কর্মসূচী(HPSP) 

পর্যায়-১১:২০০৩-২০১১ স্বাস্থ্য,পুষ্টি জনসংখ্যানসেক্টর কার্যক্রম (HNPSP) 

পর্যায়-১২:২০১১-২০১৬ স্বাস্থ্য,পুষ্টি জনসংখ্যা সেক্টর কার্যক্রম (HPNSDP) 
পর্যায়-১৩:২০১৬-২০২২ স্বাস্থ্য,পুষ্টি জনসংখ্যা সেক্টর কার্যক্রম (HPNSP)